গাইবান্ধায় ১০ থেকে ১৫ জন নেতাকর্মী নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন আব্দুল বারী মন্ডল নামের শ্রমিক দলের এক নেতা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি। এ সময় জামায়াতের পক্ষ থেকে নব যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে বই তুলে দেওয়া হয়। এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো আসাদ আলী। বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল হাসান প্রমুখ। আব্দুল বারী মন্ডল মনোহরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের যুগ্ম সম্পাদক ও মনোহরপুর ইউপি সদস্য। এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হুনান...