নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের চাকার কাছে আগুন লেগেছিল। বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলস্টেশনে পৌঁছালে হঠাৎ আগুন দেখা যায়। এ ঘটনায় প্রায় তিন ঘণ্টা বিলম্ব হয় ট্রেনটির। তবে কেউ হতাহত হয়নি। স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪টার দিকে নলডাঙ্গার মাধনগর রেলস্টেশনে পৌঁছায়। এ সময় হঠাৎই চাকার কাছে আগুন ধরে ধুয়ো উঠতে থাকে। ঘটনাটি রেলওয়ে কর্তৃপক্ষ দেখতে পেয়ে মেরামতের কাজ শুরু করে। এর পর ত্রুটিযুক্ত বগিটি স্টেশনে রেখে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য যাত্রা করে। মাধনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আজিজুল ইসলাম বলেন, ‘পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিকেল...