বাংলা একাডেমির বর্ধমান হাউসের সামনে প্রায় ১৬ বছর আগে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির’ পর্বটি পুনঃপ্রচার হচ্ছে। শুক্রবার রাতে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় দেখা যাবে বিশেষ সংকলিত এই পর্বটি। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ফাগুন অডিও ভিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কয়েক হাজার দর্শক নিয়ে ২০০৯ সালের অক্টোবর মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠানটি ধারণ করা হয়। ইত্যাদির সংকলিত এই পর্বে মূল গান রয়েছে দুটি। বাংলাদেশের পপ সংগীতের দুজন কিংবদন্তি শিল্পী ফকির আলমগীর ও ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে লিটন অধিকারী রিন্টুর কথায় রয়েছে একটি দ্বৈত সংগীত। এছাড়াও এই অনুষ্ঠানে শিশুদের নিয়ে মোহাম্মদ রফিকুজ্জামানের লেখা একটি বিষয়ভিত্তিক গান গেয়েছিলেন গায়ক এন্ড্রু কিশোর। বরাবরের মত এবারের পর্বেও রয়েছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। ছয় ফুট বা তারও বেশি...