সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশের বোলাররা নিজেদের প্রমাণ করছেন দিন দিন। গেল এশিয়া কাপে বোলাররা উজাড় করে দিয়েছিলেন। এশিয়া কাপ শেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান তুলেছে আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন রশিদ খান। দুই ওপেনার অবশ্য বেশিদূর যেতে পারেননি। ২৫ রানে আফগানরা হারায় প্রথম উইকেট। ওপেনার ইব্রাহিম জাদরানকে বোল্ড করেন নাসুম আহমেদ। জাদরানের ব্যাট থেকে ১০ বলে আসে ১৫ রান। ১২ বলে ১০ করে আরেক ওপেনার সেদিকউল্লাহ অতল ধরা পড়েন পারভেজ হোসেন ইমনের হাতে, বোলার তানজিম হাসান সাকিব। আফগানদের রানের চাকা সচল রাখেন রহমানউল্লাহ গুরবাজ। ৩১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪০ রান করেন গুরবাজ। তাকেও বিদায়...