গাজা উপত্যকাজুড়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও হাসপাতাল সূত্র এ খবর নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ফরাসি দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) এর একজন কর্মীও রয়েছেন। খবর এএফপির। হামাসের অধীনে পরিচালিত উদ্ধারকারী বাহিনী, বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি বোমাবর্ষণের ফলে এই প্রাণহানি ঘটেছে। হাসপাতালগুলো নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে গাজা শহরে ১০ জন, মধ্য গাজায় ১৪ জন ও গাজার দক্ষিণে ২৮ জন রয়েছেন। খান ইউনিসের আল নাসের হাসপাতাল জানিয়েছে, তারা প্রায় ৩০ জনের মৃত্যুর খবর পেয়েছে। এর মধ্যে আল-টিনা ও মোরাগ এলাকায় খাদ্য বিতরণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো ‘ইসরায়েলি বন্দুকযুদ্ধে’ ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ বছর...