তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (বৃহস্পতিবার) আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে আফগানরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। শারজায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক রশিদ খান। তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় তারা। ঝোড়ো শুরু আভাস দিয়েও বাংলাদেশের বোলিং তোপে পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারায় দলটি। দলীয় ২৫ রানের মাথায় নাসুম আহমেদের বলে বোল্ড হয়ে ফেরেন ইব্রাহিম জাদরান। ১০ বলে ১৫ রান করেন এই ওপেনার। এরপর ৩১ রানের মাথায় তানজিম সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার সেদিকুল্লাহ অটল। ১২ বলে ১০ রান করে ফেরেন এই তরুণ। তিনে নেমে সুবিধা করতে পারেননি দ্বরবেশ রাসুলি। রানআউটের শিকার হয়ে কোনো রান না করেই ফিরতে হয়...