প্রথম ওভারেই ৩ চারে ১২ রান তোলে উড়ন্ত শুরুর ইঙ্গিত দেন আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। তবে আফগানদের শুরুর গর্জন মাঝ ওভারে আর দেখা যায়নি। বাংলাদেশের বোলারদের দায়িত্বশীল বোলিংয়ে ৯৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে রশিদ খানের দল। কিন্তু শেষ দিকে মোহাম্মদ নবীর ২৫ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভার ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে রদবদল আনে আফগানিস্তান। নিয়মিত ওপেনার রহমানুল্লাহ গুরবাজের বদলে সেদিকুল্লাহ আতালের সঙ্গে ওপেন করেন ইব্রাহিম জাদরান। নতুন জুটিতে প্রথম ওভারেই ৩ চারে আগ্রাসী সূচনার ইঙ্গিত দেন ইব্রাহিম জাদরান। তবে ইনিংসের চতুর্থ ওভারেই আফগান এই ওপেনারকে প্যাভিলিয়নের পথ দেখান স্পিনার নাসুম আহমেদ। ১০ বলে ১৫ রান করে বোল্ড হয়ে ফেরেন ইব্রাহিম।...