নিহত বেলাল উদ্দিন (৩৪) কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মকবুল আহমেদ। আহতরা হলেন মোবারক হোসেন (৪০) ও মোহাম্মদ রিদওয়ান (২৫)। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আবুধাবির সীমান্তবর্তী আলআইন–দুবাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ ইলিয়াস জানান, সকালে আল আইনের একটি কৃষি খামার থেকে নিজেদের পোলট্রি দোকানের জন্য মুরগি সংগ্রহ শেষে আজমান ফিরছিলেন তারা। এসময় একটি কন্টেইনারবাহী লরিকে ওভারটেক করতে গিয়ে অন্য একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বেলালের চালানো ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। কুয়াশার কারণে সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনায় পড়লেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বেলালের ট্রাকটি। ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত দুই বাংলাদেশিকে উদ্ধার করে আবুধাবির বুরজিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলালের বন্ধু ও আজমানের প্রতিবেশী মোক্তার আহমেদ জানান, বেলাল প্রায় ১৫...