চাঁদপুরে হাসি আনন্দে নেচে-গেয়ে বিজয়া দশমীর রাতে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে বিদায় দিল হরিজনরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে শহরের চৌধুরীঘাটের ডাকাতিয়া নদীতে তারা প্রতিমা বিসর্জন দেয়।আরো পড়ুন:বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজাদিনাজপুরে মেতেছে বিজয়া দশমীর সিঁদুর খেলা বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা বাসস্ট্যান্ড স্বর্ণখোলা হরিজন কলোনীর শ্রী শ্রী সন্তোষী মাতার মন্দিরের দূর্গাপূজা কমিটির সভাপতি রাজু হরিজন ও সূর্য মন্দির যুব ক্লাবের সভাপতি বিপ্লব দাস বলেন, শারদীয় দূর্গোৎসবে আমাদের প্রতি মুহূর্তে উৎসবের শুরু থেকে শেষদিন পর্যন্ত স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নানাভাবে সহায়তা করেছে। এমনকি প্রতিমা বিসর্জন দেওয়ার সময়ও তারা...