একটি বাদে ফ্লোটিলার সব নৌযান আটক করেছে ইসরায়েলইসরায়েলি নৌবাহিনীর কমান্ডোরা সুমুদ ফ্লোটিলার একটি নৌযানকে নজরে রাখছেএকটি ছাড়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সব নৌযান আটক করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘কোনো নৌযানই সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে বা আইনসম্মত নৌ-অবরোধ ভাঙতে সফল হয়নি। ’‘সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। তাদের নিরাপদে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে, সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানো হবে’, ইসরায়েলি মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এখনো একটি নৌযান যাত্রাপথে রয়েছে। যদি এটি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে ও অবরোধ ভাঙতে চেষ্টা করে, তবে সেটিও আটক করা হবে। ইসরায়েলি বাহিনী ইতোমধ্যে প্রায় সব নৌযানে উঠে নিয়ন্ত্রণ নিয়েছে। এগুলো গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টা করছিল। এই নৌবহরকে ফিলিস্তিনি উপকূলে সবচেয়ে বড় সমুদ্রপথের সহায়তা মিশনের একটি হিসেবে দেখা হচ্ছিল। ৪৪টি বেসামরিক...