আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেড়তলা ও শাহবাজপুর সেতু হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত ৩৪ কিলোমিটার এলাকায় দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। বুধবার ভোররাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এ যানজট দেখা গেছে। সরাইল উপজেলার বিশ্বরোড মোড় গোলচত্বরে বড় গর্তের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এ ছাড়া মহাসড়কে সেনাবাহিনীকেও দেখা গেছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে সরাইল থানার পুলিশ ও সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ মাঠে কাজ করছে বলে জানিয়েছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম। সরেজমিনে দেখা গেছে, গোলচত্বরের চারপাশে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাটির তিন-চতুর্থাংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানটি অতিক্রম করার সময় চালকদের অধিক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। এতে দূরপাল্লার যানবাহন এসে সেখানে থেমে যাচ্ছে। কিছুক্ষণ পরপর গর্তে যানবাহন আটকে যাচ্ছে, কোনোটি আবার বিকল হয়ে...