হাটকালুগঞ্জ গ্রামের বাসিন্দা আব্বাস আলীর চাষাবাদ নদী এলাকার পীরপুর গ্রামে। তিনি বলেন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে এবং কৃষক ও ব্যবসায়ীদের চাষাবাদ এবং পীরপুর-গঞ্জেরঘাট এলাকা দিয়ে মাথাভাঙ্গা নদী পারাপার খুবই গুরুত্বপূর্ণ। এখানে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। তবে এলাকাবাসীর দাবি পূরণ হলেও তা কোনো কাজে আসছে না। সেতুটি চালু হলে কৃষিপণ্য আনা-নেয়ার সুযোগ তৈরি হবে। এখন যানবাহন নিয়ে ১০ থেকে ১১ কিলোমিটার পথ ঘুরতে হয়, সেই দুর্ভোগ লাঘব হবে। আব্বাস আলী বলেন, ‘নদীর এপাড়ে আমার বাড়ি। চাষাবাদ নদীর ওপারে। প্রতিদিন বেশ কয়েকবার আমাকে নদী পার হতে হয়। প্রতিবার পারাপারে ১০ টাকা দিতে হয়। সেতু চালু হলে আমার এই খরচটি বেচে যেত।’ পীরপুর গ্রামের কৃষক নবিছদ্দিন বলেন, ‘শহরে যেতে হলে আমাদের নৌকায় নদী পার হয়ে যেতে হয়। তা না হলে ৮ থেকে ১০ কিলোমিটার পথ...