০২ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম ভারতের উত্তরপ্রদেশের বরেলি বিভাগে বৃহস্পতিবার বিকেল থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার দুপুর ৩টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। চারটি জেলা জুড়ে রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি ২ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসনের দাবি, ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার ঘিরে চলমান উত্তেজনা এবং সামনে থাকা দুর্গাপূজা ও দশমী উপলক্ষে আইনশৃঙ্খলা অটুট রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 'আই লাভ মুহাম্মদ' প্রচারণাকে কেন্দ্র করে প্রতিবাদের পর থেকেই উত্তরপ্রদেশের বরেলি নজরদারির কেন্দ্রে রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই নিশ্চিত করেছে, ভারতের স্বরাষ্ট্র দপ্তর ২ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪ অক্টোবর পর্যন্ত মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড এবং এসএমএস পরিষেবা স্থগিত রাখার নির্দেশ...