০২ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম ফরিদপুরের সালথায় জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নসহ ৫ দফা দাবীতে জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৩ টার দিকে বাংলাদেশ যুব মজলিস সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মুহাঃ এজাজুল হক ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি জুবায়েরের যৌথ সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য ও ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী। প্রধান অথিতির বক্তব্যে শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী বলেন, 'আমরা মুসলমান, এদেশের মানুষ মুসলমান। এ মাটি...