আন্তর্জাতিক র্যাম্পে ঐশ্বরিয়া রাই বচ্চন পা রাখলেই যেন থমকে যায় দুনিয়া। লে দেফিলে ল’অরিয়াল প্যারিস স্প্রিং ২০২৬ ফ্যাশন শোতে আবারও প্রমাণ করলেন কেন তিনি আজও বিশ্ব ফ্যাশনের আসল রানি। মুহূর্তটি ছিল একইসঙ্গে রাজকীয় এবং বিপ্লবী, যেখানে ঐশ্বরিয়া ঐতিহ্যবাহী ভারতীয় শেরওয়ানিকে রূপ দিলেন হাই কৌচার শিল্পকর্মে, যেখানে শক্তি, কোমলতা ও ঝলমলে সৌন্দর্য একসঙ্গে মিলেমিশে ফুটে উঠেছে। তার জন্য মানিশ মালহোত্রার বিশেষভাবে তৈরি পোশাক নিঃসন্দেহে ছিল অতুলনীয়। ডিজাইনটি একদিকে যেমন ঐতিহ্যকে উদযাপন করেছে, অন্যদিকে কৌচারের সংজ্ঞাকেও নতুনভাবে লিখে দিয়েছে। মালহোত্রার ভাষায়, “এই লুকটি ভারতীয় শেরওয়ানিকে নতুনভাবে উপস্থাপন করছে, যা মূলত পুরুষদের পোশাক হলেও কৌচার দৃষ্টিতে এটি পেল এক অ্যান্ড্রোজিনাস রূপ। এখানে কাঠামো মিশেছে কোমলতার সঙ্গে, টেইলারিং দেখাচ্ছে ক্ষমতার প্রকাশ, আবার ছড়াচ্ছে আধুনিক সংবেদনশীলতা।” ঐশ্বরিয়া সেই ভাবনাকে অনন্য সৌন্দর্যে ধারণ করে র্যাম্পকে পরিণত...