ঘটনার বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে সাংবাদিকেরা চলে যাচ্ছেন। তখন এনসিপির কয়েকজন নেতা সাংবাদিকদের সংবাদ সম্মেলন বর্জন না করার অনুরোধ করছেন। ক্ষুব্ধ সাংবাদিকদের অনেকে এনসিপির নেতাকর্মীদের দুর্ব্যবহারের সমালোচনা করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার, সকাল ৯টায় ঢাকায় ফেরেন। সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...