দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচে ব্রাজিল দলে ফিরেছেন রেয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিউস জুনিয়র ও রডরিগো। আগামী ১০ অক্টোবর সিউলে প্রথম প্রীতি ম্যাচের চারদিন পর টোকিতে খেলবে ব্রাজিল। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে ভিনিকে বিশ্রাম দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। অন্যদিকে এবারের মৌসুমে মাদ্রিদের হয়ে ফর্মহীনতায় ভোগা রডরিগো দল থেকে বাদ পড়েছিলেন। স্কোয়াড ঘোষণা করতে গিয়ে কোচ বলেন, ‘রডরিগো ফিরেছে। বেশ কিছু ম্যাচে সে অনুপস্থিত থাকলেও যখনই তাকে দলে নেয়া হয় সে নিজেকে প্রমাণের চেষ্টা করে।’ ২০২৩ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার অপেক্ষায় নেইমার। ইনজুরির কারণে নভেম্বর পর্যন্ত মাঠের বাইরে আছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। গত সপ্তাহে সান্তোস ফরোয়ার্ড নেইমারকে আগামী বছরের বিশ্বকাপ দলে নেবার জন্য আনচেলত্তিকে অনুরোধ জানিয়েছে সেলেসাও সাবেক তারকা রোনাল্ডো। রেয়াল মাদ্রিদ ডিফেন্ডার...