০২ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:০৬ পিএম কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক ভয়াবহ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ দু’জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বসতঘর, লুট করা হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় চান্দিনা থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা জাকির হোসেন। অভিযোগে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। জানা গেছে, জাকির হোসেনের বোনের বিয়ে একই গ্রামে হওয়ায় পারিবারিক যোগাযোগ ছিল। ঘটনার দিন জাকির হোসেনের স্ত্রী মরিয়ম বেগম, তার ননদকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে গেলে পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মো. খালেক, লোকমান, সোলেমান, সাদেকসহ আরও কয়েকজন মিলে তাদের উপর হামলা...