গাজা উদ্দেশ্যকারি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিষ্ফল অভিনয় বলে আখ্যা দিয়েছে তুরস্ক; পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি ও অন্যান্য দেশে ব্যাপক বিক্ষোভ-প্রকাশ শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে খ্যাতিমান ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারীও ফ্লোটিলা এবং সেখানে অংশ নেওয়া সহযোদ্ধাদের জন্য বিশেষ প্রার্থনা জানিয়েছেন। ইসরায়েলি নৌবাহিনী প্রথম ধাপেই গাজার পথে থাকা ১৩টি নৌযান আটক করে; তবু বহরটির ৩০টি নৌযান যাত্রা চালিয়ে যায়। এখন পর্যন্ত ওই জাহাজগুলোর মধ্যে মাত্র চারটির অবস্থার খোঁজ পাওয়া যায়—বাকি ২৬টির নমুনা ও অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য নেই। এই খবরের উৎস হিসেবে ফ্লোটিলা ট্রেকারের তথ্যে তথ্যপ্রাপ্তি হয়েছে, যা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনও তুলে ধরেছে। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ অক্টোবর ড. মিজানুর রহমান আজহারী একটি স্ট্যাটাসে ফ্লোটিলার সুরক্ষা ও সফল অভিযান কামনা...