প্রত্যেক মানুষেরই নিজস্ব একটা বিশ্বাস থাকে। আর এই বিশ্বাসটা তৈরি হয় তার চারপাশের নানা তথ্য থেকে। আজকের এই আধুনিক যুগে সোশ্যাল মিডিয়াও সেই তথ্যের একটা বড় অংশ। মানুষ তার পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই দুনিয়াকে বোঝে। আবার একই তথ্য যখন কোনো ব্যক্তির কাছে পৌঁছায়, তখন তা তার ব্যক্তিগত পক্ষপাতের কারণে ভিন্ন অর্থও নিতে পারে। এভাবেই একসময় ‘সত্য’ নিয়ে আমাদের মনে একটা দৃঢ় বিশ্বাস জন্মে যায়। আমরা এমন এক অবস্থায় পৌঁছে যাই, যখন নিজের বিশ্বাসকেই সত্যি বলে মনে হয়। কিন্তু বাস্তবে, কোনো নির্দিষ্ট বিষয়ে সত্যিটা কী—যেমন ধরুন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা আছে কি না, তা নির্ভর করে অসংখ্য মানুষের ব্যক্তিগত সত্য বা বিশ্বাসের ওপর। আর যখন সঠিকভাবে একটি জরিপ করা হয়, তখন জরিপের নমুনার ভিত্তিতে একটা...