০২ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম কক্সবাজারে আগত পর্যটক ও শারদীয় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টানা নয়দিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময়ে কক্সবাজার শহর, সমুদ্রসৈকত, সীমান্ত ও পূজা মণ্ডপ এলাকায় টহল জোরদার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়ন এবং উখিয়া বিজিবি ৬৪ ব্যাটালিয়নের সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেন। ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়নের অধীনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি জানান, দুর্গাপূজার সময় অতিরিক্ত টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ...