০২ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম মানিকগঞ্জে ৫৫৩টি পূজামণ্ডপে এ বছর শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপিত হয়েছে এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। জানা গেছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পূজা উদ্যাপন পরিষদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ তৎপরতায় এ বছর প্রতিটি পূজা মণ্ডপে পূজা-অর্চনা থেকে শুরু করে প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক পরিবেশ ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে শুরু করে শেষ অবধি জেলার সাটুরিয়া, শিবালয়, দৌলতপুর, সিংগাইর, ঘিওর, হরিরামপুর এবং সদর উপজেলায় একে একে প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়। পূজা উদ্যাপন পরিষদের বেধে দেয়া নির্ধারিত স্থানে বিসর্জনের সময় প্রতিটি এলাকায় হাজার হাজার ভক্ত-অনুরাগী, নারী-পুরুষ ও শিশু অংশ নেন। ঢাক-ঢোল, উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং নানা ধরনের আলোকসজ্জায় মণ্ডপ এলাকা গুলো...