(২৬) এসব (ঐতিহাসিক ঘটনাবলি) দ্বারাও কি তাদের হিদায়াত হলো না যে, তাদের পূর্বে আমি অনেক প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, যাদের বাসভূমিতে (আজ)-এরা চলাফেরা করছে। এতে নিশ্চয়ই অনেক নিদর্শন রয়েছে। এরা কি শুনতে পায় না? (২৭) তারা কি লক্ষ্য করে না যে, আমি শুষ্ক ভূমিতে পানি প্রবাহিত করি, অতঃপর তা দ্বারা ফসল ফলাই, যা থেকে তাদের পশুরা ও তারা নিজেরা খাদ্য গ্রহণ করে? তারা কি দেখে না? (২৮) তারা বলে: সে ফায়সালা কখন হবে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? (২৯) বলে দাও: যারা কুফরিকরেছে, ফায়সালার দিন ঈমান আনলে তাদের কোন লাভ হবে না। আর তাদেরকে কোন অবকাশও দেওয়া হবে না। (৩০) সুতরাং তাদেরকে (তাদের অবস্থায় ছেড়ে দিয়ে) এড়িয়ে যাও। আর তুমি অপেক্ষা করো, তারাও অপেক্ষমানই আছে। গোটা সূরাতে আল্লাহর অস্তিত্ব, একত্ববাদ,...