অস্থায়ী বাজেট নিয়ে কংগ্রেসে সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে বুধবার মার্কিন ডলারের দর ০.২৭ শতাংশের বেশি কমে যায়। এর মাধ্যমে ২২ বছরে সর্বোচ্চ বার্ষিক পতনের পথে মার্কিন ডলার। খবর আনাদোলুর। খবরে বলা হয়, ইউরো ও জাপানি ইয়েনসহ ছয়টি মুদ্রার সঙ্গে তুলনা করে ডলারের মান নির্ধারণ করা হয়। সেই হিসেবে ডলার সূচক নেমে দাঁড়ায় ৯৭.১৯-এ; যা ২০২৫ সালে এখন পর্যন্ত প্রায় ১০ শতাংশ পতন। এটি ২০০৩ সালের পর সর্বোচ্চ বার্ষিক দরপতন। ২০০৩ সালে ডলার ১৪.৬% কমেছিল। সরকারি সংস্থাগুলো শাটডাউনের কারণে নিকট ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ করতে পারবে না। শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, শাটডাউন চলাকালে কৃষি বহির্ভূত চাকরি, বেকার ভাতা আবেদন ও মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ বিলম্বিত হবে। যদিও শাটডাউন সরাসরি অর্থনৈতিক সংকট তৈরি করে...