ফ্রান্সের রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান বলেছেন, স্বাধীনতা অর্জনে শেষ মুহূর্ত পর্যন্ত হাল ছাড়বেন না। আন্তর্জাতিক জলসীমায় সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে অবস্থানকালে এক পর্যায়ে তার জাহাজটি ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হয়। বুধবার (২ সেপ্টেম্বর) এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে রিমা বিশ্ব সম্প্রদায়ের কাছে অর্থনীতি অচল করার আহ্বান জানান এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেন। এদিন সকাল ১১টার কিছু সময় পূর্বে রিমা, তার জাহাজের ক্যাপ্টেন ও কয়েকজন ক্রুকে ইসরায়েলি বাহিনী গ্রেফতার করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফ্রান্সে দেশব্যাপী সংহতি প্রকাশে ফরাসিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। গাজা উপকূল থেকে ৩০ মাইল দূরে অবস্থানকালে তাদের ওপর হঠাৎ আক্রমণ চালানো হয়। ফিলিস্তিনের পতাকা হাতে...