যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) ইয়ম কিপুর অনুষ্ঠানে ভয়াবহ ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। ইহুদিদের সবচেয়ে পবিত্র দিন ইয়ম কিপুরে এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় পুলিশ জানায়, ম্যানচেস্টারের উত্তরাঞ্চলের ক্রাম্পসল এলাকায় হিটন পার্ক হিব্রু কংগ্রিগেশন সিনাগগে বুধবার (২ অক্টোবর) সকাল ৯টা ৩১ মিনিটে এ ঘটনা ঘটে। জরুরি নম্বরে ফোন পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি গাড়ি জনতার দিকে চালিয়ে দেওয়ার পর হঠাৎ ছুরি বের করে একাধিক জনকে আঘাত করে। পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলেও প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। তবে তার পরিচয়...