গাজামুখী ত্রাণবাহী নৌবহরে থাকা বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী শহিদুল আলমের শারীরিক অবস্থা আংশিক খারাপ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিওতে নিজের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কথা জানান তিনি। ওই ভিডিওর ক্যাপশনের শহিদুল আলম লেখেন, সাগর খুবই উত্তাল। এইমাত্র বমি হলো, এখন শুয়ে আছি। ভিডিওতে তিনি বলেন, বমি করার পরপরই সরাসরি সম্প্রচারে যাওয়াটা স্বাভাবিক নয় বলেই আমার ধারণা। আমি এখন মেঝেতে শুয়ে আছি। তাই আমি বরং ক্যামেরাটাকে ঘুরিয়ে দিচ্ছি। দেখা যাক, এটা কাজ করে কি না। আশা করি এবার আপনারা দেখতে পাচ্ছেন। শহিদুল আলম বলেন, সময়টা বেশ উপযুক্ত। কারণ, আমি এইমাত্র বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছি। সাক্ষাৎকারটি চলাকালে বা এর পরপরই জাহাজটি দুলতে শুরু করে। এ সময় আমি অসুস্থবোধ করছিলাম এবং বমি করার জন্য একটি ব্যাগ...