জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তাদের পছন্দের প্রথম প্রতীক ‘শাপলা’ বরাদ্দের সুযোগ নেই। ফলে দলটিকে ৭ অক্টোবরের মধ্যে ইসির দেওয়া ৫০টি প্রতীকের তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে হবে। এ বিষয়ে ইতিমধ্যে এনসিপিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে কমিশন। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এনসিপিকে এ সংক্রান্ত চিঠি পাঠান। সেখানে জানানো হয়, এনসিপির নিবন্ধনের আবেদন প্রাথমিকভাবে গ্রহণযোগ্য হলেও ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব নয়, কারণ নির্বাচন পরিচালনা বিধিমালার তালিকায় এটি নেই। এনসিপি তাদের আবেদনপত্রে শাপলার পাশাপাশি কলম ও মোবাইল প্রতীকও উল্লেখ করেছিল। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর ৯(১) ধারা অনুযায়ী, প্রতীক বরাদ্দ দিতে হলে তা অবশ্যই কমিশনের অনুমোদিত তালিকায় থাকতে হবে। বিধি অনুসারে প্রার্থীর জন্য একবার কোনো...