টাকা ব্যাংকে জমা রাখলেই সেটি নিরাপদ থাকবে—এই ধারণা আমাদের সমাজে গভীরভাবে গেঁথে আছে। কিন্তু বাস্তবতা হলো, ব্যাংকে টাকা রাখলে আসলে সেটি ঘুমিয়ে থাকে। ইনফ্লেশন বা মূল্যস্ফীতির কারণে ১০ বছর পর সেই টাকার ক্রয়ক্ষমতা অর্ধেকেরও কমে যেতে পারে। যেমন, আজ ১০ লাখ টাকা ব্যাংকে জমা রাখলে ১০ বছর পরও সংখ্যায় তা ১০ লাখই থাকবে, কিন্তু সেই টাকায় অর্ধেকও জিনিস কেনা সম্ভব হবে না। অর্থনীতিবিদরা বলছেন, টাকা যদি আপনার জন্য কাজ না করে, তবে সেটি প্রতিদিনই ভ্যালু হারাচ্ছে। তাই টাকা শুধু ব্যাংকে রেখে না দিয়ে স্মার্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে সেটিকে আরও অর্থ উপার্জনের সুযোগ করে দেওয়া জরুরি। নিচে এমন পাঁচটি উপায় তুলে ধরা হলো: সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলোস্কিল ইনভেস্টমেন্ট। নতুন দক্ষতা অর্জন করলে আয়ের পরিধি বহুগুণ বাড়ে। যেমন, একজন সাধারণ গ্রাফিক ডিজাইনার মাসে...