টানা বৃষ্টিপাত ও সরবরাহ ঘাটতির কারণে রাজধানীর বাজারে হঠাৎ করেই কাঁচামরিচসহ প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। বৃহস্পতিবার কারওয়ান বাজার, মহাখালী, হাতিরপুল, ফকিরাপুল ও গোপীবাগসহ রাজধানীর প্রধান বাজারগুলোতে কাঁচামরিচের দাম এক লাফে কেজিতে ১০০ টাকা বেড়ে ৩০০ থেকে ৩২০ টাকায় পৌঁছেছে। গত বুধবারও প্রতি কেজি বিক্রি হচ্ছিল ২০০ টাকায়। শুধু কাঁচামরিচ নয়, বৃহস্পতিবার প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে সাধারণ ক্রেতাদের ভোগান্তি বেড়েছে। সেগুনবাগিচার রাস্তার সবজি বিক্রেতা আব্দুল হাই বলেন, ‘পাইকারি বাজারে কাঁচামরিচের দাম হঠাৎ কেজিতে ১০০ টাকা বেড়েছে। আমরা বাধ্য হয়ে খুচরা পর্যায়ে ৩০০ টাকার বেশি দামে বিক্রি করছি।’ সবজি ব্যবসায়ীরা জানায়, টানা বৃষ্টির কারণে মাঠ থেকে সবজি তোলা সম্ভব হচ্ছে না। অনেক নিম্নাঞ্চলের খেত পানির নিচে তলিয়ে গেছে। ফলে ঢাকাসহ আশপাশের...