জমি সংক্রান্ত বিরোধ বা আইনি জটিলতা মেটাতে জমির পুরনো দলিল অপরিহার্য। তবে ২০-৩০ বছর বা তারও বেশি পুরনো দলিল অনেক সময় হারিয়ে যায়, নষ্ট হয়ে যায় বা সহজে খুঁজে পাওয়া যায় না। এই সমস্যা সমাধানে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আমির হামজা লিমন পরামর্শ দিয়েছেন, কিভাবে হারানো দলিল পুনরুদ্ধার করা সম্ভব। অ্যাডভোকেট হামজা বলেন, “দলিল হারানো মানেই সব শেষ নয়। সঠিক প্রক্রিয়া অনুসরণ করলে তা পুনরুদ্ধার করা সম্ভব।” তিনি জানান, হারানো দলিল পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার অফিসে আবেদন করতে হয়। আবেদন করার সময় দলিল নম্বর জানা থাকলে অনুসন্ধান সহজ হয়, তবে নম্বর না জানলেও জমির ঠিকানা, দলিলধারীর নাম ও আনুমানিক রেজিস্ট্রেশনের সাল দিয়ে খুঁজে পাওয়া সম্ভব। আইন ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া:রেজিস্ট্রেশন আইন, ১৯০৮ এর ৫৭(১) ধারায় বলা আছে, যে কেউ নির্ধারিত...