ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশি বোলারদের সামনে পাকিস্তানি ব্যাটাররা দাঁড়াতে পারেনি। নাহিদা আক্তার ও রাবেয়া খানের সুইংয়ে পাকিস্তান দলের ব্যাটিং ভেঙে যায় মাত্র ১২৯ রানে। বাংলাদেশি ব্যাটাররা সেই শক্ত ভিতে দাঁড়িয়ে ছড়িয়ে দিয়েছেন রান। বিশেষ করে রুবাইয়া হায়দারের ঝলকানি ব্যাটিং চোখে পড়ার মতো। তিনি ১১৩ বল খেলে অপরাজিত ফিফটি করে দলের জয় নিশ্চিত করেছেন। বাংলাদেশ ৭ উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে। কলম্বোতে টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের সর্বোচ্চ রান করেছেন রামিন শামিম, ২৩ রান। জবাবে বাংলাদেশ মাত্র ৩১ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। বাংলাদেশের ছোট লক্ষ্য তাড়ার শুরুটা ভালো যায়নি। ফারজানা হক ১৭ বল খেলে মাত্র ২ রান করেন। এরপর ৭ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি।...