ইমামদের অবমূল্যায়ন ও নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও তা সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ইমাম পরিষদের নেতারা। তারা বলেন, “যারা অতীতে ইমামদের মাইনাস করতে চেয়েছিল, আল্লাহ তাদেরকেই মাইনাস করে দিয়েছেন।” বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয় ইমাম পরিষদ। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া। তিনি বলেন, “যারা ইমামতি করছেন, তাদের কথা শুনতে প্রতিদিন মসজিদে যান মুসল্লিরা। একজন ইমামের বক্তব্য অনেককে সুদ, ঘুষ, দুর্নীতি ও অন্যায়ের প্রতি ঘৃণা করতে শিখায়। একটি কল্যাণময় রাষ্ট্র গঠনে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা—রাষ্ট্র ও কিছু স্বার্থান্বেষী মহল।” তিনি বলেন, “ইমামদের জন্য নির্দিষ্ট আঙ্গিকে...