নড়াইলের লোহাগড়ায় গ্রাম-বাংলার লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতা উপভোগ করতে মধুমতি নদীর দুই পাড়ে জড়ো হয়েছে হাজারো দর্শনার্থী। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর বাজার সংলগ্ন মধুমতি নদীতে এলাকাবাসীর উদ্যোগে বর্ণাঢ্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।আরো পড়ুন:গাইবান্ধায় ২ দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরুটাঙ্গাইল প্রেসক্লাবে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন টাঙ্গাইল প্রেসক্লাবে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন প্রধান অতিথি হিসেবে এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, আয়োজক কমিটির সভাপতি ইউপি সদস্য কামাল শেখ, সাধারণ সম্পাদক তুহিন শিকদার। প্রধান অতিথি মনিরুল ইসলাম বলেন, “নৌকাবাইচ আমাদের ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে অন্যতম। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের শেকড়,...