গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় ন্যান্সি আবু মাতরুদ ইতিমধ্যেই তিনটি সন্তান হারিয়েছেন। ২২ বছর বয়সী এই ফিলিস্তিনি মা ক্যান্সার রোগী তার দুই বছর বয়সী সন্তান ইত্রাকে বাঁচানোর জন্য লড়াই করছেন। এই শিশু সন্তান গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। গাজা সিটিতে ইসরায়েলের সর্বশেষ আক্রমণের সময় গত মাসে তার চিকিৎসা দেওয়া শিশু হাসপাতালটি বন্ধ হয়ে যায়। আবু মাতরুদ বলেন, “আমরা কেবল আশ্রয় চাইছি। আমার যে মেয়েটি এখনো আছে আমি তাকে হারাতে চাই না।” প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের সময় রোগ, বাস্তুচ্যুতি, চিকিৎসা সেবার অভাব এবং অপুষ্টির এক মারাত্মক মিশ্রণ বেশিরভাগ গাজা পরিবারকে গ্রাস করেছে। তবে এই অস্থিরতা ইত্রার মতো ছোট শিশু এবং আবু মাতরুদের মতো গর্ভবতী মহিলাদের উপর একটি বিশেষ বোঝা চাপিয়ে দিয়েছে। গত মাসে গাজা সিটিতে ইসরায়েলি বোমাবর্ষণ থেকে পালিয়ে যাওয়ার...