গাজীপুর ও নওগাঁর মহাদেবপুরে প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে তিন শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়। নিখোঁজরা হলো হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা বিশ্বাস ও একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭)। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রতিমা বিসর্জন দেখতে ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় ওঠে শিশু অঙ্কিতা ও তন্ময়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাদের নৌকাটি তুরাগ নদীতে পৌঁছালে আরেকটি বড় ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। মুহূর্তেই ছোট নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অনেকেই সাঁতরে তীরে উঠলেও দুই শিশু পানিতে ডুবে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন,...