সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ব্যাটে শুরুতে চাপে পড়েছিল আফগানিস্তান। তবে রহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবির আলো ছড়ানো ইনিংসের পর শারাফুদ্দিন আশরাফের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পেয়েছে আফগানরা। বাংলাদেশের সামনে ১৫২ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে তারা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৫১ রানের সংগ্রহ গড়ে আফগানিস্তান। শুরুটা খুব একটা ভালো হয়নি আফগানদের। উদ্বোধনীতে আসে ২৫ রান। ১০ বলে ১৫ রান করা ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম আহমেদ। ৩১ রানে সেদিকউল্লাহ অটলকে ফেরান তানজিম সাকিব। ১২ বলে ১০ রান করেন অটল। এরপর দ্রুতই ফিরে যান দারবিশ রাসুলি (০) ও মোহাম্মদ ইসহাক (১)। ১১.১ ওভারে ৭৩ রানে আজমতউল্লাহ ওমরজাইকে ফেরান রিশাদ। একটি করে চার ও ছক্কায় ১৮ বলে...