গত ১০ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানিতে আয় বেড়েছে ৩৬ শতাংশ। ২০১৫ সালে দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি আয় যেখানে ৫ হাজার ৪০৪ মিলিয়ন ডলার ছিল, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪২ মিলিয়ন ডলারে। যুক্তরাষ্ট্রে পোশাক রফতানির পরিমাণও বেড়েছে। গত ১০ বছরে দেশটিতে পোশাক রফতানির পরিমাণ বেড়েছে সাড়ে ২৬ শতাংশ ও পোশাকের মূল্য বেড়েছে সাড়ে ৭ শতাংশ। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীন ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) এক পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। ওটেক্সার তথ্যমতে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি থেকে আয় ছিল ৫ হাজার ৪০৪ মিলিয়ন ডলার। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪২ মিলিয়ন ডলার। ১০ বছরের ব্যবধানে আয় বেড়েছে ৩৫ দশমিক ৮৭ শতাংশ। ওটেক্সার তথ্য থেকে জানা গেছে, বিশ্ব থেকে...