বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনার নামে ডেনমার্কে বসবাসের সুযোগকে শ্রমবাজারে ঢোকার ‘পেছনের দরজা' হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ করেছে দেশটির সরকার৷ তাই ভিসা নীতি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি৷ উচ্চশিক্ষার জন্য বাংলাদেশসহ অনেক দেশের শিক্ষার্থীরা আসেন ইউরোপের দেশ ডেনমার্কে৷ কিন্তু বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনার নামে দেশটিতে বসবাসের সুযোগকে শ্রমবাজারে ঢোকার ‘পেছনের দরজা' হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ করেছে ডেনমার্ক সরকার৷ ফলে, বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি৷ বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে আনা এমন অভিযোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে ডেনমার্কে বাংলাদেশ দূতাবাস৷ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলছে, বাংলাদেশি শিক্ষার্থীদের এভাবে ঢালাও অভিযুক্ত করা বিভ্রান্তিকর এবং অন্যায্য৷ ১৮ সেপ্টেম্বর ডেনমার্কের অভিবাসন ও অন্তর্ভুক্তি বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডেনমার্কে পড়াশোনার উদ্দেশ্যে অবস্থানকে শ্রমবাজারে প্রবেশের পেছনের দরজা হিসেবে ব্যবহার করা ঠেকাতে সরকার...