রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ। গ্রেফতাররা হলেন- মোহাম্মদ রাকিব হোসেন (৩১) ও মিন্টু ব্যাপারী (৩৫)। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। আরও পড়ুনকুমিল্লায় ডাকাত দলের সর্দারসহ ১৪ সদস্য গ্রেফতার তিনি বলেন, বুধবার রাতে সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি টিম নিউমার্কেট থানার ১৮ নং ওয়ার্ডের পুরোনো পোস্ট অফিস এলাকায় অভিযান...