ছুটির দিনেও কর্মব্যস্ত সময় পার করলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার, শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ ছুটির দিনেও কর্মব্যস্ত সময় পার করলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার, শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার তিনি দিনভর গাজীপুর মহানগরীর টঙ্গী, গাছা ও পূবাইল এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। সূত্র জানায়, সকালে তিনি টঙ্গী এলাকায় সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মাণাধীন একটি বিদ্যালয়ের কাজ ঘুরে দেখেন। এরপর গাছা এলাকায় খাল সংস্কার ও খনন কার্যক্রম পরিদর্শন করেন এবং একই অঞ্চলের ড্রেন পরিষ্কার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসব কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে পূবাইল নৈপাড়া থেকে চামুড্ডা বাইপাস পর্যন্ত কাপেটিং মেকাড্রাম, কুদাব কবির ফ্যাক্টরি থেকে বাইপাস পর্যন্ত ইউনিব্লক নির্মাণ, বটতলা পাকা ব্রিজ থেকে বসুরা বাইপাস পর্যন্ত...