কলম্বোতে জয়ের পথ মসৃণ করে দিয়েছিলেন বোলাররা। পাকিস্তানের বিপক্ষে বাকি পথ দারুণভাবে সামলে নেন ব্যাটাররা। ওয়ানডে বিশ্বকাপেও তাতে এসেছে দুর্দান্ত শুরু। ৭ উইকেটের জয় পাওয়ার দিনে ম্যাচের সেরা হয়েছেন পেসার মারুফা আক্তার।প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে মারুফার তোপের মুখে পড়ে পাকিস্তান। সেই তোপ আর ঘূর্ণি চলতেই থাকে। টেনেটুনে পাকিস্তান শতরান পেরিয়ে ১২৯ পর্যন্ত যায়। বোলারদের ভিত গড়ে দেওয়া লক্ষ্যে রুবিয়া আক্তারের ফিফটি আর সোবান মোস্তারির ২৪ রানে ভর করে আসে শুভসূচনা। বাংলাদেশের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে, ৭ অক্টোবর।বৃহস্পতিবার নিজেদের উদ্ধোবনী দিনে ইনিংসের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন বাংলাদেশি পেসার মারুফা। শুরুতেই ব্যাকফুটে পরে যায় পাকিস্তান। ২ রানে ২ উইকেট হারানোর পর মুনিবা আলি ও রামিন শামিম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।শুরুতেই এমন ধাক্কায় ধীর হয়ে যায় পাকিস্তানের রান তোলার গতি। প্রথম পাওয়ার...