সেপ্টেম্বর মাসে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির সম্পদ ২০১ বিলিয়ন ডলারের বেশি বেড়েছে, কারণ এ সময় মার্কিন শেয়ারবাজার পৌঁছেছে সর্বকালের সর্বোচ্চ স্তরে। ফোর্বসের বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, ১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই অভিজাত ধনকুবেরদের মোট সম্পদ দাঁড়িয়েছে ২.৩ ট্রিলিয়ন ডলার। তাদের মধ্যে তিনজন বাদে বাকি সবাই আগস্টের শেষের তুলনায় আরো ধনী হয়েছেন।ফোর্বসের এ রিয়েল টাইম বিলিয়নেয়ার লিস্টে বৃহস্পতিবার দেখা গেছে শীর্ষ ১০ ধনীর মধ্যে ৯ জনই যুক্তরাষ্ট্রের।তালিকার প্রথম স্থানে আছেন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ ৪৯৬.৬ বিলিয়ন। ইতিহাসের একমাত্র ব্যক্তি হিসেবে তিনি প্রায় অর্ধ ট্রিলিয়ন ডলার সম্পত্তির মালিক।ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ফোর্বসের তালিকায় মাস্কের পর দ্বিতীয় স্থানে আছেন।সর্বশেষ হিসাবে অনুসারে, তার মোট সম্পত্তির পরিমাণ ৩৪৯.৪ বিলিয়ন ডলার।বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় মেটার সিইও মার্ক জাকারবার্গ তৃতীয়...