নোয়াখালী-৫ আসনের বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রঙধনু সমাজ গঠনের ঘোষণা দিয়েছেন। তাই দেশের মানুষ তাকে প্রধানমন্ত্রী বানাতে মুখিয়ে আছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট, ঘোষবাগ, সুন্দলপুর ও নেয়াজপুর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। ফখরুল ইসলাম বলেন, তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে সমাদৃত হয়েছে। সেখানে রঙধনু সমাজের কথা উল্লেখ আছে। যেটি বাস্তবায়ন হলে সমাজে কোনো বৈষম্য বা ভেদাভেদ থাকবে না। এতে সুখী সমৃদ্ধ দেশ গঠনে সহায়ক হবে। তিনি বলেন, আমাদের সকল নেতাকর্মীর এখন দায়িত্ব হচ্ছে প্রত্যেক এলাকায় ভোটারদের কাছে যাওয়া। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়া। ফখরুল ইসলাম বলেন, এবারের দুর্গাপূজার...