রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ র্যালির মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিসর্জন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় কাপ্তাইয়ের ৮টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হয়। এ সময় হাজার হাজার ভক্তের জয়ধ্বনি এবং ঢাক-ঢোলের শব্দে কর্ণফুলী নদীর দু’পাশ মুখরিত হয়ে ওঠে। প্রতিমা বিসর্জন দেখতে কর্ণফুলী নদীর দু'পাড়ে হাজারো মানুষের সমাগম হয়। প্রতিমা বিসর্জনে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। এসময় তিনি বলেন, দুর্গা পূজা একটি সার্বজনীন উৎসব। এখানে সকল সম্প্রদায়ের লোকজন একত্রে মিলেমিশে এই পূজা উদযাপন করে থাকে। এদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। কাপ্তাই উপজেলা দুর্গা উৎসব পরিচালনা সমন্বয় কমিটির সহ-সমন্বয়ক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য এবং শিল্পী প্রদীপ মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির...