চলুন দেখি, লিফটে ওঠার পর কোন দিকে তাকানো উচিত, আর কীভাবে আচরণ করলে আপনাকে ভদ্র ও স্মার্ট লাগবে— ১. সামনে তাকানোই সবচেয়ে নিরাপদলিফটে ওঠার পর সাধারণত মানুষ সামনের দরজার দিকে তাকিয়ে থাকে। এটা সবচেয়ে স্বাভাবিক ভঙ্গি। এতে অস্বস্তিও হয় না, আবার অন্যদের বিরক্তও করে না। ২. মোবাইল ফোন কাজে লাগাতে পারেনযদি একা মনে হয় বা কারও চোখে চোখ পড়ে অস্বস্তি হয়, তখন মোবাইল ফোন দেখতে পারেন। নোটিফিকেশন দেখা বা বার্তা পড়ার ভান করলেও সেটা আপনাকে ব্যস্ত রাখবে, একই সঙ্গে সামাজিক অস্বস্তি কাটাবে। তবে জোরে কথা বলবেন না, কারণ লিফট ছোট জায়গা— শব্দ বিরক্তি সৃষ্টি করে। ৩. চোখ নামিয়ে রাখা ভদ্রতাসামনের দিকে তাকানো সম্ভব না হলে চোখ নিচে নামিয়ে রাখা ভদ্র আচরণ হিসেবে ধরা হয়। এতে আপনি কারও ব্যক্তিগত পরিসরে ঢুকে...