শরীয়তপুর থেকে মারামারিতে আহত ভাইকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন নাজমুল। ভাইকে প্রাণে বাঁচাতে নার্সদের কথায় সুতাসহ কিনে আনেন একের পর এক চিকিৎসার সরঞ্জাম। এমনকি সরকারি হাসপাতালে সরকারি সুতা মজুত থাকার পরও তাকে দিয়ে তিন দফায় বাইরে থেকে ৫ হাজার ২০০ টাকার সুতাসহ সরঞ্জাম কেনানো হয়। কিন্তু, বিস্ময়করভাবে কেনা সুতা দিয়ে নয় বরং সরকারি সুতা দিয়েই সেলাই করা হয় আহত বুলুকে। সিনিয়র স্টাফ নার্স রাকিবুল হাসান ও নাঈম ইসলামের বিরুদ্ধে ওঠা এমন প্রতারণার অভিযোগে এখন হাসপাতালজুড়ে চলছে আলোচনা। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী রোগী বুলুর স্বজন নাজমুল জানান, গত ১৯ সেপ্টেম্বর শরীয়তপুরে একটি মারামারির ঘটনায় ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তিনি। জরুরি বিভাগের ৪ নম্বর রুমের অপারেশন থিয়েটার থেকে...