শোবিজের সব শাখায় সুনামের সঙ্গে বিচরণকারী অভিনেতা ফজলুর রহমান বাবু। ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বহুমুখী এই প্রতিভার অভিনয় দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়ে আসছে। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। পাশাপাশি গান গেয়ে এবং মডেলিং করেও দর্শক ও শ্রোতামহলে সমান সমাদৃত হয়েছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এই অভিনেতা কাজ করেছেন ইজিকো টিভি নামের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে। এটি নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা অনিক বিশ্বাস। নতুন বিজ্ঞাপনটি নিয়ে এই নির্মাতা বলেন, ‘বাবু ভাই গুণী একজন অভিনেতা। সব মাধ্যমে তার আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে। তা ছাড়া গল্পের প্রয়োজনেই আমার নতুন এই বিজ্ঞাপনটিতে তাকে নেওয়া। সব মিলিয়ে সবাই ভালো একটি বিজ্ঞাপন পেতে যাচ্ছে।’ ফজলুর রহমান বাবু বলেন, ‘আমি গল্পনির্ভর কাজে মন দিয়েছি। কয়েক বছর ধরে কাজ নিয়ে অনেক বেশি সচেতন।...