আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সূচনা হলো বাংলাদেশের স্বপ্নময় জয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে যেন ইতিহাসের নতুন পাতায় লিখে গেলেন নিগার সুলতানারা। প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৭ উইকেটের দাপুটে জয় উপহার দিলেন লাল-সবুজের মেয়েরা। পাকিস্তান টসে জিতে ব্যাটিং বেছে নিলেও বাংলাদেশি বোলারদের আগুনে আঘাতে ৩৮.৩ ওভারের বেশি টিকতে পারেনি তারা। ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সেই ছোট লক্ষ্যও শুরুতে বাংলাদেশকে কিছুটা চিন্তায় ফেলেছিল। ৭ রানের মাথায় ফারজানা হকের বিদায় আর ধীরগতির রান তোলায় যেন চাপের মেঘ ভর করেছিল। ১২তম ওভারের শেষে যখন স্কোরবোর্ডে মাত্র ৩৫ রান, তখন মনে হচ্ছিল লড়াইটা কঠিন হয়ে যাবে।আরো পড়ুন:বাংলাদেশকে ১৫২ রানের টার্গেট ছুড়ল আফগানিস্তানটস হেরে বোলিংয়ে বাংলাদেশ কিন্তু অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নেমে ব্যাট হাতে যেন আলো জ্বালালেন। তার আত্মবিশ্বাসী শটে ঘুচে গেল...