০২ অক্টোবর ২০২৫, ০৯:৫২ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৯:৫২ পিএম মা ইলিশ রক্ষায় ২২দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে দুর্যোগের কবলে পড়েছেনজেলেরা। বঙ্গোপসাগরে গভীর নিম্চাপ সৃষ্টি হওয়ায় প্রবল ঝড়ো বাতাসে উত্তাল হয়ে ওঠে সাগর। ঢেউয়ের আঘাতে টিকতে না পেরে বুধবার (১ অক্টোবর) বিকেল থেকেই গভীর সাগরে ইলিশ আহরণে নিয়োজিত বড় ফিশিং ট্রলারগুলো কূলে ফিরতে শুরু করে। প্রতিকূল আবহাওয়ারমধ্যে ওইদিন রাতেই (বুধবার) বাগেরহাটের শরণখোলার শতাধিক ফিশিং ট্রলার নিরাপদে মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে এসে পৌঁছে। ছোটবড় মিলিয়ে আরো শতাধিক ট্রলার পথে রয়েছে। সেসব ট্রলারও আজ বৃহস্পতিবার রাতের মধ্যেই ঘাটে ফিরবে বলে জানিয়েছেন মৎস্য আড়ৎদার ও ট্রলার মালিকরা। নিষেধাজ্ঞার আগে শেষ ট্রিপে প্রচুর ইলিশ পাওয়ার আশায় থাকেন মহাজনরা। সেই আশায় লাখ লাখ টাকা বিনিয়োগ করে সাগরে পাঠিয়েছেন ট্রলারগুলো। কিন্তু বৈরি আবহাওয়া...